চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

রিপাবলিকানদের বাধায় অচলের পথে মার্কিন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:১৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে দেশটির কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার যে বিল আনা হয়েছিল, কট্টরপন্থি রিপাবলিকানরা তা বাতিল করেছে। এতে রবিবার থেকে ফেডারেল সংস্থাগুলো বন্ধ হয়ে যাবে আংশিকভাবে। অচল হয়ে পড়বে বাইডেন সরকার। এমন অবস্থায় সরকারের শাটডাউন ঠেকাতে সামান্য কিছু বিকল্প থাকছে। ফেডারেল কর্মীদের ছুটি দীর্ঘ করা হতে পারে। সামরিক বাহিনীকে কাজ করতে হতে পারে বেতন ছাড়াই। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এটি হতে যাচ্ছে চতুর্থ শাটডাউন।

রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম যাতে বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারকে তহবিল জোগানোর মেয়াদ ৩০ দিন বৃদ্ধির লক্ষ্যে বিল আনা হয়েছিল হাউসে। কিন্তু সেই বিল ২৩২-১৯৮ ভোটে পরাজিত হয়েছে। সেই বিলে রিপাবলিকানদের পছন্দ অনুযায়ী ব্যয় হ্রাসের পাশাপাশি অভিবাসন সীমিত করার প্রস্তাব ছিল। সে কারণে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে এটি পাস হওয়ার সম্ভাবনাও ছিল খুবই কম।

 

হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি অবশ্য আশা ছাড়ছেন না। চেম্বারে আজ শনিবার আবার ভোট হওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।

 

এদিকে সিনেট আবার সময়মতো কাজ করবে কি না, তা–ও পরিষ্কার নয়। আজ শনিবার বিকেলে সিনেটে দ্বিদলীয় বিল উত্থাপিত হওয়ার কথা, যেখানে ১৭ নভেম্বর পর্যন্ত এই সরকারকে তহবিল জোগানোর কথা বলা হয়েছে। কিন্তু প্রক্রিয়াগত বাধার কারণে আগামী মঙ্গলবারের আগে চূড়ান্ত ভোট না–ও হতে পারে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন