যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় নিখোঁজ হয়েছিলো একটি এফ-৩৫ যুদ্ধবিমান। রবিবার বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি ভিত্তিতে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসলেও পরে বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে, অবশেষে হারিয়ে যাবার একদিন পর এফ-৩৫ যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তারা।
সোমবার দক্ষিণ ক্যারোলিনার গ্রামীণ উইলিয়ামসবার্গ কাউন্টিতে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে সামরিক বাহিনী।
এক বিবৃতিতে মেরিন কর্পসের জয়েন্ট বেস চার্লসটন জানায়, “জয়েন্ট বেস চার্লসটন এবং মার্কিন মেরিন কোর এর কর্মীরা, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উইলিয়ামসবার্গ কাউন্টিতে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ধ্বংসাবশেষটি জেবি চার্লসটনের দুই ঘন্টা উত্তর-পূর্বে পাওয়া গেছে।”
এদিকে ধ্বংসাবশেষ খুঁজে পেতে সহায়তা করায় স্থানীয়, কাউন্টি এবং রাজ্য কর্মকর্তাদের ধন্যবাদ জানায় সেনা ঘাঁটি কর্তৃপক্ষ।
ধ্বংসাবশেষটি সেনা ঘাঁটি থেকে প্রায় দুই ঘন্টা উত্তর-পূর্বে পাওয়া গিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
এর আগে স্থানীয় সময় রবিবার দুপুরে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। সে সময় পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পাইলটের নাম প্রকাশ করা হয়নি।
সে সময় ৮ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক যুদ্ধবিমানটির খোঁজে স্থানীয় জনসাধারণের কাছে সাহায্য চায় কর্তৃপক্ষ। মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, আপনারা হয় নিখোঁজ মাল্টিমিলিয়ন ডলারের এই বিমানটি খুঁজে বের করুন অথবা যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা চিহ্নিত করে খবর দিন।
পূর্বকোণ/এসি