ভারতে একটি জিমের ট্রেডমিলে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থ কুমার সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির উত্তর প্রদেশের শহর গাজিয়াবাদের সরস্বতী বিহারে এ ঘটনা ঘটে।
মর্মান্তিক এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জিমের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক ট্রেডমিলে দৌড়ানোর সময় হঠাৎ পড়ে যাচ্ছেন।
ভিডিওতে দেখা যায়, ট্রেডমিল হঠাৎ থেমে যাচ্ছে এবং ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন সিদ্ধার্থ। কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিনের ওপর লুটিয়ে পড়েন তিনি। জিমে থাকা অন্যরা তাকে সাহায্য করতে ছুটে গেলেও এক মিনিটেই সব শেষ হয়ে যায়। তাকে আর পুনরুজ্জীবিত করতে পারেননি কেউ।
16 September 2023 : 🇮🇳 : A young man suffered a #heartattack2023 💉 while walking on a treadmill in a gym in Ghaziabad and died.#LuciferShotStrikeAgain #TsunamiOfDeath pic.twitter.com/r3LN7JrSsK
— Anand Panna (@AnandPanna1) September 16, 2023
ভিডিওতে আরও দেখা যায়, এ ঘটনার সময় সিদ্ধার্থ থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাকে তুলতে দ্রুত দৌড়ে যান।
জানা গেছে, সিদ্ধার্থ কুমার ব্যায়াম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। জিমে লুটিয়ে পড়ার পর সিদ্ধার্থকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
সিদ্ধার্থ নয়দার একটি কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সেখানে বাবার সঙ্গে থাকতেন। তার মা বিহারের একটি সরকারি স্কুলের শিক্ষিকা। বাবা-মার একমাত্র সন্তান ছিলেন সিদ্ধার্থ। মর্মান্তিক এ ঘটনার ১০ মিনিট আগেও সিদ্ধার্থ তার মায়ের সঙ্গে কথা বলেছিলেন।
এদিকে এ ঘটনার পর থেকে ওই জিমটি বন্ধ রয়েছে। সূত্র : এনডিটিভি
পূর্বকোণ/এসি