চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক 

৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ

আজ (শুক্রবার) পালিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হল- ‘বাত ব্যথা ও অস্থিসন্ধির প্রদাহে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব’। দিবসটি উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামেও র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল দশটায় বাংলাদেশ ফিজিক্যালথেরাপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হবে।

এছাড়াও বেলা ১১টায় প্রেসক্লাবের এস রহমান হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরবাইরে বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিজিইপিএ) ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) কর্তৃক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হবে। এর বাইরেও বিভিন্ন থেরাপি সেন্টারের উদ্যোগে রোগীদের সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন