চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন মোদি

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ২:০৯ অপরাহ্ণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসবেন তাঁর নিজের বাসভবনে।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোদির বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

 

আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে বলেও লেখা হয়েছে প্রতিবেদনে।

 

উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়া দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার সকাল থেকে শুরু হবে জি২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলেই মনে করছে কূটনৈতিক মহল।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন