চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ চাঁদে বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২৩ | ৩:২১ অপরাহ্ণ

রাশিয়ান মহাকাশযান লুনা ২৫ অনিয়ন্ত্রিত কক্ষপথে ঘুরার পর চাঁদে বিধ্বস্ত হয়েছে। রবিবার রাশিয়ার মহাকাশ এজেন্সি রোসকসমস এ তথ্য জানিয়েছে। 

মনুষ্যবিহীন মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে একটি সফট ল্যান্ডিং করার কথা ছিল। অবতরণের আগে কক্ষপথ পরিবর্তন করার সময় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার কারণে লুনা-২৫ কক্ষপথটি সঠিকভাবে পরিবর্তন করতে পারেনি।

হিমায়িত জল এবং মূল্যবান উপাদান খুঁজতে মহাকাশযানটি সোমবার চাঁদে অবতরণ করার কথা ছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রসকসমস রবিবার (২০ আগস্ট) সকালে জানিয়েছে, ‘শনিবার ১৯ আগস্ট বিকাল ২টা ৫৭ মিনিটে লুনা-২৫ -এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় চন্দ্রযানটি। পরে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে গেছে।’

শনিবার রসকসমস জানিয়েছিল চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫ জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়। কী ধরনের জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি রসকসমস।  

উল্লেখ্য, ১১ আগস্ট চাঁদের কক্ষপথে লুনা-২৫ পাঠিয়েছে রাশিয়া। ৪৭ বছর পর চন্দ্র অভিযান করল রাশিয়া। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করেছে যা লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। ১৬ আগস্ট চাঁদের কক্ষপথে ঘূর্ণন শেষ করে ২১ আগস্ট এবং ২৩ আগস্টের মধ্যে সফট ল্যান্ডিং করার কথা ছিল লুনার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন