চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ফিলিস্তিনি ভূখণ্ডে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩ | ১২:১৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের জন্য প্রথমবার একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। ফিলিস্তিন সংকট সমাধান ও রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, জর্ডানের বর্তমান রাষ্ট্রদূত নায়েফ আল সুদাইরি এই ভূমিকা পালন করবেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি শনিবার (১৩ আগস্ট) জর্ডানে অনাবাসিক দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির একটি অনুলিপি হাতে পেয়েছেন।

আল-খালিদি বলেছেন, এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানাতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েক মাস ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের ঘটনা অনেক বেড়েছে। এ বছর শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে। ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এই পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনে অনাবাসিক রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব। সূত্র: আল জাজিরা

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট