চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

‘ক্রুশ চিহ্ন’ টাই না পরার আহ্বান তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ | ২:০৯ অপরাহ্ণ

ক্রুশের সঙ্গে তুলনা করে ‘নেকটাই’ পরার তীব্র সমালোচনা করেছেন তালেবান প্রশাসনের ইনভাইটেশন এন্ড গাইডেন্স ডিরেক্টরেটের প্রধান হাশিম সাইদ রোড়। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এই তুলনা করেন।

 

হাশিম সাইদ রোড় বলেন, আমি প্রায়ই কাজের সূত্রে হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসে যাই। সেখানে মাঝেমাঝে আফগান ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের দেখি গলায় টাই পরেছেন।

 

তিনি বলেন, টাই কী? টাই আসলে ক্রুশ। আর শরীয়ত বলছে- ক্রুশ দেখলেই ভেঙে নিশ্চিহ্ন করে দিতে হবে।

 

ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের স্কুলে যাওয়া বন্ধ করা, বাধ্যতামূলক বোরখা পরাসহ নানা বিধিনিষেধ চালু করে তালেবান প্রশাসন। এবারই প্রথম পুরুষদের পোশাকের বিষয়ে কোন তালেবান প্রশাসক মন্তব্য করলেন।

 

সূত্র : ইন্ডিয়া টুডে

 

পূর্বকোণ/মাহমুদ/এএইচ

শেয়ার করুন