সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের ভাই আবুধাবির শাসকের প্রতিনিধি শেখ সাইদ বিন যায়েদ আল নাহিয়ান আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
এর আগে শনিবার ২২ জুলাই প্রেসিডেন্সিয়াল কোর্ট জানিয়েছিল যে, শেখ সাইদ বিন জায়েদ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। প্রেসিডেন্সিয়াল কোর্ট আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তার মৃত্যুতে বৃহস্পতিবার ২৭ জুলাই থেকে শনিবার ২৯ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মরহুম শেখ সাইদ ১৯৬৫ সালে আল আইনে জন্মগ্রহণ করেন এবং ২০১০ সালের জুনে আবুধাবির শাসকের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন। তিনি আবুধাবিতে পরিকল্পনা বিভাগের আন্ডার সেক্রেটারিও ছিলেন। তিনি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের প্রতিনিধিও ছিলেন।
আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের একজন প্রাক্তন সদস্য শেখ সাইদ বিন জায়েদ আবুধাবি মেরিটাইম পোর্ট অথরিটির চেয়ারম্যানের পদেও অধিষ্ঠিত ছিলেন।
পূর্বকোণ/পিআর