চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে আহতদের

ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৩ | ৩:২৩ অপরাহ্ণ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর একটি সেতু বিদ্যুৎতায়িত হয়ে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন মারা গেছেন।

 

বুধবার (১৮ জুলাই) রাতে রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর একটি সেতুতে এ ঘটনা ঘটে। সেতুটি ‘নমামি গঙ্গে’ প্রজেক্টের একটি অংশ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

 

এ ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২১ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর ১৫ জনের মৃত্যু হয়।

উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার বলেছেন, “পুলিশের একজন উপপরিদর্শক ও তিন প্রহরীসহ ১৫ জন বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।” 

 

বুধবার চামোলির পুলিশ সুপার প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আগের দিন রাতে ঘটনাটি ঘটেছে।

 

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিরাপত্তা রক্ষী মারা গেছেন, ওই গ্রাম থেকে আসা একটি কলে এমন খবর পাই আমরা। পুলিশ সদস্যরা গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন হাসপাতালে মারা যান, বাকিদের অবস্থাও সঙ্কটজনক।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন