চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাকিস্তানে আগুনে শিশু ও নারীসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২৩ | ১:১৩ অপরাহ্ণ

পাকিস্তানে একটি বাড়িতে আগুন লেগে ছয় শিশু ও তিন নারীসহ একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন।

 

বুধবার (১২ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

 

প্রতিবেদনে বলা হয়, লাহোরের ভাটি গেট এলাকায় বাড়িতে আগুন লেগে ছয় শিশু ও তিন নারীসহ একই পরিবারের ১০ জনের মত সদস্য মারা গেছেন। পরিবারের মাত্র একজন সদস্য ভবন থেকে লাফ দিয়ে বাঁচতে সক্ষম হন।

 

প্রতিবেদনে জানানো হয়, রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ থেকে ভয়াবহ ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। তারা জানান, ধোঁয়া বের হতে দেওয়ার জন্য ওই বাড়িটিতে বায়ু চলাচলের তেমন সুযোগ নেই।

 

নিহতদের মাঝে এখন পর্যন্ত আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা ও সাত মাসের একটি শিশুকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলছে।

 

আদিলের বাবা জিও নিউজকে জানান, আদিল তাকে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল। তার ভাষায়, ‘যখন আমরা এখানে পৌঁছালাম তখন কিছুই অবশিষ্ট ছিল না।’

 

নিহতদের সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান, স্ত্রী, ছেলে, ছেলের বউ ও তার দুই সন্তান এবং বড় মেয়ে ও তার চার সন্তান অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান।

 

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে ওয়ারিশদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনটি ঠাণ্ডা করার কাজ চলছে।

 

এ ঘটনায় পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি লাহোর কমিশনারের কাছে প্রতিবেদন চেয়েছেন। বিষয়টি নিয়ে তিনি ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন