আটলান্টিক মহাসাগরে গিয়ে নিখোঁজ হওয়া ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই ডুবোযানটির সন্ধান মিলেছে বলে জানিয়েছে বিবিসি।
টাইটানের অনুসন্ধানে যে দুটি যন্ত্রচালিত ডুবোযান বা রোভ ব্যবহার করা হচ্ছিল, সেগুলোরই একটি এই ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড বাহিনী।
ধ্বংসাবশেষটির কোনো ছবি এখনও পাওয়া যায়নি। পাইলটসহ যে ৫ আরোহী টাইটানে ছিলেন- তাদের ভাগ্যে কী ঘটেছে- তা ও এখনও অজানা।
পূর্বকোণ/জেইউ