মিয়ানমারের নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কাইওয়া থু-কে গুলি করে হত্যা করেছে জান্তাবিরোধী যোদ্ধারা। দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে। এর জন্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে দায়ী করেছে জান্তা বাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী যোদ্ধারা শনিবার পূর্বাঞ্চলীয় ইয়াঙ্গুনের থিঙ্গানগুনে নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কাইওয়া থু-কে গুলি করে হত্যা করেছে। দেশটির সামরিক জান্তা সরকারের এটাই হলো সর্বোচ্চ পদের নিহত ব্যক্তি।
বার্তা সংস্থা এএফপি বলছে, মিয়ানমারের সামরিক বাহিনী কমপক্ষে দুই বছর আগে সাবেক নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা কেড়ে নেয়। তার পর থেকে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রক্তাক্ত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। এর ফলে দেশটিতে ছড়িয়ে পড়েছে সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক সংকট।
দেশটির স্বঘোষিত বেসামরিক সংগঠন ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ সামরিক জান্তাবিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে। সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এমন কর্মকর্তাদের টার্গেট করে হত্যা করছে তাদের যোদ্ধারা। এরই অংশ হিসেবে সর্বশেষ নির্বাচন কমিশনের উপপরিচালককে গুলি করে হত্যা করল তারা।
পূর্বকোণ/রাজীব