পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান দেশের ইতিহাসে ‘সবচেয়ে বড় প্রতারক এবং মিথ্যাবাদী’। এমনকি ইমরান খান দিনরাত মিথ্যা বলেন বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেহবাজ।
শুক্রবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ বলেন, ‘আমি আল্লাহর কাছে শপথ করে বলতে পারি, তিনি (ইমরান) একজন প্রতারক, তিনি দিনরাত মিথ্যা বলেন। তিনি জাতিকে বিচ্ছিন্ন করেছেন এবং (জাতিকে নিয়ে) খেলা করছেন। তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফাটল সৃষ্টির চেষ্টা করেছেন।’
মন্ত্রিপরিষদের সদস্যদের পাশে রেখে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি ইমরানের ‘সত্যিকারের মুখ’ জাতির সামনে উপস্থাপন করতে চান। চলতি বছরের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে ঘিরে সেসময়কার পরিস্থিতিও বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বর্ণনা করেন শরিফ।
তিনি বলেন, ‘আসুন গত ৩ এপ্রিলে ফিরে যাই যখন জাতীয় পরিষদের তৎকালীন ডেপুটি স্পিকার (অনাস্থা) ভোটের আগে সাবেক তথ্যমন্ত্রীকে (ফাওয়াদ চৌধুরী) কথা বলার অনুমতি দিয়েছিলেন। সেসময় তিনি (চৌধুরী) একটি বিবৃতি পড়ে শোনান যাতে পিটিআই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে এবং এটিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে অভিহিত করা হয়েছে।’
‘এতে করে, ডেপুটি স্পিকার ভোট দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করেন এবং ইমরান জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ঘোষণা করার পরই টিভিতে হাজির হন। আশ্চর্যজনকভাবে, পাকিস্তানের প্রেসিডেন্ট ২০ মিনিটের মধ্যে জাতীয় পরিষদ ভেঙে দেন।’
শেহবাজ শরিফ আরও বলেন, ‘ইমরান গত পাঁচ মাস ধরে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং জাতির সময় নষ্ট করছেন তার ভিত্তি ছিল এটি। জাতীয় পরিষদে আমি বলেছিলাম, আল্লাহ না করুন যদি আমার বা জোট সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রমাণিত হয় তবে আমাকে ফাঁসি দেওয়ার অধিকার রয়েছে এই জাতির।’
এছাড়া সাম্প্রতিক অডিও ফাঁসের বিষয় নিয়েও কথা বলেন শেহবাজ শরিফ। এই অডিও ফাঁস তদন্তের অঙ্গীকার করে তিনি বলেন, ‘ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে জাতিকে ফলাফল জানাব।’
পূর্বকোণ/এসি