ইসরায়েলের কারাগার থেকে পালানো ৬ ফিলিস্তিনির মধ্যে দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার নাজারাথের কাছে খ্রিস্টানদের পবিত্র এলাকা মাউন্ট প্রিসিপাইস থেকে তাদেরকে আটক করে ইসরায়েলি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে এ তথ্য জানান ইসরায়েল পুলিশের মুখপাত্র।
আটক হওয়া ওই দুই ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল। তবে সংবাদমাধ্যমে ওই দুই বন্দির নাম মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি বলে উল্লেখ করা হয়েছে। তারা ইসরায়েলের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে যে, দুইজনকে ইসরায়েলি কর্মকর্তারা আটক করে ভিন্ন ভিন্ন গাড়িতে তুলছেন। তবে তাদেরকে কোন কারাগারে রাখা হবে, তা এখনো জানায়নি দেশটির পুলিশ।
গত সপ্তাহে ইসরায়েল সবচেয়ে নিরাপত্তাব্যবস্থা থাকা জিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ তৈরি করে পালান ওই ছয় ফিলিস্তিনি। তাদেরকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে এ বিষয়ে জর্ডানের কাছে সহায়তা চেয়েছে তারা।
পূর্বকোণ/মামুন