চট্টগ্রাম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২০ জুন, ২০১৯ | ১১:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

বাস খাদে পড়ে নিহত ২৫, আহত ৩৫

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পাহাড়ি রাস্তায় সড়ক থেকে ছিটকে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৫ জন। বাসটির ভেতরে ৬০ জন যাত্রী ছিল বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও গণমাধ্যমে উল্লেখ করা হয়।
দৈনিক হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী গণমাধ্যমকে জানান, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোড়ের কাছে পাহাড়ি সড়কে থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা শুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।

পূর্বকোণ/রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট