চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হোয়াটসঅ্যাপে এইচডি ছবি পাঠানোর সুবিধা চালু

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২৩ | ১১:১৪ অপরাহ্ণ

মেসেজিংয়ে ভালো রেজল্যুশনের ছবি পাঠানো ব্যবহারকারীদের অন্যতম চাহিদা। আর এ বিষয়কে প্রাধান্য দিয়ে এবার হাই ডেফিনিশন বা (এইচডি) ছবি পাঠানোর সুবিধা চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেল ও ফেসবুক পোস্টের মাধ্যমে সিইও মার্ক জাকারবার্গ এ কথা জানান। খবর টেকটাইমস।

 

টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগে বেটা ভার্সনে ফিচারটির পরীক্ষা চালানো হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যে কারো সঙ্গে এইচডি ছবি আদান-প্রদান করতে পারবে। ফিচারটি চালুর আগে ছবি ও অন্যান্য মিডিয়া ফাইল পাঠানোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কিছু সীমাবদ্ধতা ছিল। স্বাভাবিকভাবে বেশি রেজল্যুশন থাকার কারণে এইচডি ফটোর আকার বেশি হতো এবং এ কারণে প্লাটফর্মে এ ধরনের ফাইল আদান-প্রদানে সমস্যা তৈরি হতো।

 

সমস্যার কারণে হোয়াটসঅ্যাপ প্লাটফর্মে ভালো রেজল্যুশনের ছবি পাঠানোর সুবিধা দিত না। ফলে ব্যবহারকারীদের ছবির সাইজ কমাতে হতো। এর কারণে ছবির গুণগত মানও কমে যেত। তবে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট আকারে ফাইল পাঠানোর অপশন দিয়েছে। এর মাধ্যমে ছবির রেজল্যুশন কিছুটা হলেও সুরক্ষিত থাকত। তবে নতুন ফিচার চালু হওয়ায় এখন আর সমস্যা হবে না বলে দাবি সংশ্লিষ্টদের। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপের হালনাগাদ ভার্সন ইনস্টল করতে হবে। আপডেটের পর ছবি শেয়ারিং স্ক্রিনে এইচডি লেখা বাটন থাকবে। সৌজন্য: বণিক বার্তা

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট