চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নীল পাখির লোগো আর থাকছে না টুইটারে

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৩ | ২:১১ অপরাহ্ণ

নীল পাখির লোগো আর থাকছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। রবিবার (২৪ জুলাই) এক টুইটে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এ মাইক্রোব্লগিং সাইটের মালিক ইলন মাস্ক। এর পরিবর্তে লোগো হিসেবে এক্স চিহ্ন ব্যবহার করবেন বলে জানান তিনি।

 

মাস্কের টুইট বার্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

শুধু লোগো নয়, টুইটারের অনেক ক্ষেত্রেই পরিবর্তন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মাস্ক। রবিবার করা টুইটে তিনি বলেন, শীঘ্রই আমরা টুইটারের সমস্ত পাখিকে বিদায় জানাব।

 

তিনি আরও বলেন, যদি আজ রাতের মধ্যে এক্স সম্বলিত ভালো কোন লোগো পোস্ট করা হয়, তাহলে আমি আগামীকাল বিশ্বজুড়ে এটিকে চালু করব। পরবর্তী এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর ‘এক্স’ এর ছবি পোস্ট করেন মাস্ক।

 

তবে লোগো পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি টুইটার কর্তৃপক্ষ।

 

এর আগেও টুইটারের হোমপেজ থেকে চিরপরিচিত নীল পাখিটির লোগো সরিয়েছিলেন মাস্ক। তার জায়গায় দেখা গিয়েছিল ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসেবে ব্যবহার করা কুকুরের ছবি। তখন ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য বৃদ্ধিতে সাহায্য করেছিল সেই লোগোটি। তবে কয়েক দিনের মধ্যেই অবশ্য ফিরিয়ে আনা হয় নীল পাখির লোগো।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট