চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পুষ্টিতে ভরপুর পেঁয়াজ কলি

পুষ্টিতে ভরপুর পেঁয়াজ কলি

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

শীত মানেই নানা স্বাদ ও রঙের সবজির সমাহার। এ সময় নানারকম পুষ্টিকর সবজির ভিড়ে একটি পরিচিত সবজি হলো পেঁয়াজ কলি। গাঢ় সবুজ রঙের এই সবজি বেশ উপকারী এবং রয়েছে ঔষধি গুণও। পেঁয়াজ কলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন বি ২ পাওয়া যায়।

 

এছাড়াও এটি থায়ামিন ও ভিটামিন কে-র একটি ভালো উৎস। ভিটামিনের পাশাপাশি তামা, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্রোমিয়াম ও ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় লবণও এতে পাওয়া যায়। পেঁয়াজ কলি স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অনেক ভিটামিন, লবণ ও অন্যান্য পুষ্টি উপাদানে পূর্ণ একটি স্বাস্থ্যকর বিকল্প। চীনে এটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এতে খুব কম পরিমাণে ক্যালরি রয়েছে। তবে প্রতিটি খাবারের উপকারের পাশাপাশি থাকে পার্শ্বপ্রতিক্রিয়াও। তাই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

 

  • পেঁয়াজ কলিতে বেদনা উপশমকারী উপাদান থাকায় এটি দ্রুত মাথা, মাংসপেশি এবং হাড়ের ব্যথা থেকে মুক্তি দেয়। অ্যান্টি-পাইরোটিক উপাদান থাকায় খাবারে পেঁয়াজ কলি ব্যবহার করলে জ্বর দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

 

  • পেঁয়াজ কলিতে থাকা সালফার শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। এতে প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হজমে সহায়তা করে।

 

  • ক্ষত থেকে রক্তপাত বন্ধ এবং সেই ক্ষতকে ইনফেকশনমুক্ত রাখার জন্য পেঁয়াজ কলি ব্যবহার করা হয়ে থাকে।

 

  • টাইফয়েড, ত্বকের বিভিন্ন প্রদাহ, ফুড পয়জনিং ও দেহের দুর্গন্ধ রোধে পেঁয়াজ কলি অনেক উপকারী।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট