চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

পোলিও সম্পর্কে সচেতনতা  সৃষ্টি করা জরুরি
ফাইল ছবি

পোলিও সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি

 রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু

২৪ অক্টোবর, ২০২৫ | ৩:১২ অপরাহ্ণ

পোলিও একটি পক্ষাঘাতগ্রস্ত মারাত্মক রোগ। পোলিও ভাইরাস স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং অল্প সময়ের মধ্যে পক্ষাঘাত ঘটাতে পারে। এতে আক্রান্ত ব্যক্তি প্যারালাইজড হয়ে যেতে পারেন। অনেক ক্ষেত্রে মৃত্যুও হতে পারে। যেকোনো বয়সের মানুষ এই রোগে সংক্রমিত হতে পারে, তবে ৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে।

চিকিৎসকরা বলছেন, পোলিও সচরাচর পাঁচ বছরের নিচের বয়সের বাচ্চাদের বেশি হয়ে থাকে। শরীরের নার্ভস সিস্টেমকে আক্রমণ করে প্যারালাইজড করা থেকে শুরু করে পঙ্গুত্ব, অনেক সমস্যাই পোলিওর কারণে হয়ে থাকে। পোলিও ভাইরাস শরীরে মুখের মধ্য দিয়ে প্রথমে প্রবেশ করে গলায় বসে থাকে। তারপর আস্তে আস্তে শরীরের ভেতরে প্রবেশ করে অন্ত্রের মধ্যে স্থায়ীভাবে গেড়ে বসে। মুখে ঢোকার পরে গলার মধ্যে থাকা কোনো কোষের আবরণে এই ভাইরাসের একটি স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে কোষের ভেতরে প্রবেশ করে। এটি সহজে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। বিশেষ করে কেউ পোলিও আক্রান্ত হলে তার পায়খানা দিয়ে সহজে জীবাণু ছড়াতে পারে। আক্রান্তের শরীরের গলায় এবং অন্ত্রে জীবাণুটি থাকে। তাই কাশি দিলে অথবা যেখানে-সেখানে কফ ফেললে তার থেকে বেরিয়ে আসা ড্রপলেট ছড়িয়ে অন্যকে সহজে আক্রান্ত করতে পারে এবং সেই সঙ্গে অন্ত্রে থাকার কারণে পায়খানা দিয়ে জীবাণুটি অতি সহজে ছড়ায়। এমনকি আক্রান্তের শরীর ভাল হয়ে গেলেও জীবাণুটি অনেকদিন পর্যন্ত (প্রায় ২০ সপ্তাহ) অন্ত্রে থেকে গিয়ে পায়খানার মধ্য দিয়ে ছড়াতে পারে। দুই-তৃতীয়াংশ আক্রান্তের শরীরে শুরুতে পোলিও কোন লক্ষণ প্রকাশ করে না। এক তৃতীয়াংশের শরীরে জ্বর গলাব্যথা, মাথাব্যথা, ঘাড় নাড়াতে না পারা, সারা শরীরজুড়ে ব্যথা করা এমন সবকিছু সমস্যাসহ আরও কিছু সমস্যা দেখা দেয়।

 

সচরাচর লক্ষণ উপসর্গগুলো কারও ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন, কারও ক্ষেত্রে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে নিজে নিজে চলে যায়। তবে অল্প কিছুসংখ্যক আক্রান্তের দেহে সমস্যাটি মারাত্মক আকার ধারণ করে। বিশেষ করে শরীরের স্পাইনাল কর্ড এবং ব্রেন পোলিও ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে সমস্যা তখন মারাত্মক হয়ে ওঠে। পোলিও আক্রান্ত হলে কিছু সাপোর্ট ট্রিটমেন্ট ছাড়া এর সরাসরি তেমন একটা চিকিৎসা নেই। তাছাড়া পোলিও আক্রান্ত হয়ে সিরিয়াস হয়ে গেলে, বিশেষ করে প্যারালাইসিসের দিকে গেলে, পূর্ণাঙ্গ নিরাময়ে তেমন কোনো চিকিৎসা নেই তাই আগে থেকে পোলিও ভ্যাকসিন দেয়াটাই এ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায়।

 

বিশ শতকের প্রথমার্ধে সবচেয়ে বেশি শিশু মৃত্যু অথবা পঙ্গুত্ববরণের পেছনে অন্যতম একটি কারণ ছিল এই পোলিও। ১৯৫০ সালে আমেরিকান চিকিৎসক উইলিয়াম হেমন পিটসবার্গ ইউনিভার্সিটিতে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। তবে এখনও পৃথিবীর বেশ কিছু জায়গায় বিশেষ করে এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশে শতভাগ পোলিওমুক্ত করা সম্ভব হয়নি। যদিও গত শতাব্দীর ৯০ দশকের মধ্যেই পৃথিবীর ৯৯.৯৯ ভাগ অংশকে পোলিওমুক্ত করা হয়েছে। জন্মের পর বাচ্চার বয়স যখন দুই মাস হয় তখন থেকে তাকে দুই মাস অন্তর মিনিমাম তিনটি ডোজ, পরে ১৮ মাস, ৪ বছর এবং ছয় বছর সময়ে অতিরিক্ত আরও তিনটি ডোজ দিলে শরীর পূর্ণাঙ্গভাবে পোলিও সুরক্ষিত থাকে। বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সিডিসি, অগ্রনী ভূমিকা পালন করে। ২০১৩ সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। তবে পার্শ্ববর্তী পাকিস্তান ও আফগানিস্তানের কিছু এলাকায় এখনো পোলিওর প্রকোপ রয়েছে। পার্শ্ববর্তী দেশে প্রকোপ থাকায় যে কোনো সময় এ রোগ বাংলাদেশে আবারো দেখা দিতে পারে। তাই আমাদের সকলের মাঝে এ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি। শিশুকে টিকাদানের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অবশ্যই পোলিও টিকা দিতে হবে।

 

লেখক: প্রতিষ্ঠাতা, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল।

বিশ্ব পোলিও দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

 

আজ ২৪ অক্টোবর (শুক্রবার) পালিত হচ্ছে বিশ্ব পলিও দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় চট্টগ্রামসহ বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশে পোলিও প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চলমান আছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ১৯৮৮ সালে সারাবিশ্বে এ রোগে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার। ২০০৫ সালে ছিল দুই হাজার। ২০১৪ সালে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ১১টি দেশকে পোলিও মুক্ত  ঘোষণা করে সংস্থাটি।

 

সারাদেশের মতো চট্টগ্রামেও উদযাপন হচ্ছে বিশ্ব পোলিও দিবস। আজ শুক্রবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, চট্টগ্রাম সেন্টার, বাংলাদেশ (আইইবি) থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে ।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট