চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চোখের মাইনাস পাওয়ার এখন বড় সমস্যা না : ডা. আসাদুজ্জামান

অনলাইন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

ফ্যাকো ও ল্যাসিক সার্জন ডা. মো. আসাদুজ্জামান বলেছেন, আমাদের দেশে অধিকাংশ শিশু-কিশোর চোখের পাওয়ার জনিত সমস্যায় ভুগেন। চোখের মাইনাস পাওয়ার এখন বড় সমস্যা না, রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে হালিশহরস্থ ‘এলিট আই কেয়ার’র আয়োজনে প্রতিসরণ সার্জারির উপর আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

সেমিনারে উপস্থিত ছিলেন ডা. হামিদ আজাদ, ডা. শোয়াইব, ডা. আহাম্মাদুল বারি, ডা. আতিকুর রহমান বাপ্পি প্রমুখ। এ ছাড়াও চট্টগ্রামের চক্ষুরোগ বিশেষজ্ঞ, অপটোমট্রিস্ট ও নানা চক্ষুপেশাজীবী উপস্থিত ছিলেন।

 

সেমিনারে চোখের পাওয়ার জনিত সমস্যা, চশমা, কন্টাক্ট লেন্সের পাশাপাশি ল্যাসিক ও ইন্ট্রাঅকুলার কন্টাক্ট লেন্সের সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এলিট আই কেয়ারের চিফ কন্সাল্টেন্ট অপটোমেট্রিস্ট চোখের পাওয়ারজনিত সমস্যায় চশমা ব্যবহারের গুরত্ব নিয়ে আলোচনা করেন। এলিট আই কেয়ারের সিইও এডভোকেট জিল্লুর রহমান ভিশন থেরাপী ও মায়োপিয়া ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন। পরে নৈশভোজের মাধ্যমে সেমিনার শেষ হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট