জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যেগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (২৮ মে) এসব কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. টিপু সুলতানের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আমির হোসেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী হোসাইন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ রুবি দত্ত, অধ্যাপক ডা. হাসান মিয়া। আলোচনা সভার পরে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ