চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ জুন, ২০২৩

২৩ মে, ২০২৩ | ৬:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

মুখ, গলা বা খাদ্যনালীতে ক্যানসার, যেসব লক্ষণে বুঝবেন

মুখ, গলা বা খাদ্যনালিতে ক্যানসার হলে, তা বুঝতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। ক্যানসারের উপসর্গগুলিকে আমরা ছোটখাটো সমস্যা ভেবে এড়িয়ে যাই অনেক সময়ই।

কিছু খেতে গেলে কাশি বা হেঁচকি ওঠার মতো উপসর্গ দ্বিতীয়টির ক্ষেত্রেই বেশি দেখা যায়।

ক্রমাগত বুকজ্বালা এবং হজমের সমস্যা

বাড়িতে রান্না করা হালকা খাবার খেলেও হজমের সমস্যা লেগেই রয়েছে? তবে এখনই সাবধান হওয়া দরকার। এ ছাড়াও বার বার ঢেকুর ওঠা, বুকে জ্বালা ভাব, পেটে ব্যথার মতো উপসর্গও দেখা দিতে পারে।

অস্বাভাবিক হারে ওজন কমে যাওয়া

হঠাৎ করেই ওজন কমে যাওয়া খাদ্যনালিতে ক্যানসার হওয়ার আরও একটি লক্ষণ হতে পারে। এ ছাড়াও খিদে না পাওয়া, খাবারে অরুচি, খাবারের স্বাদ পাল্টে যাওয়ার মতো লক্ষণ দেখলেও সাবধান হতে হবে।

গলায়, বুকের হাড়ে ব্যথা

খেতে গেলে গলায় ব্যথা লাগা ছাড়াও সারাক্ষণ বুকের হাড়ে জ্বালা ভাব, বিশেষত গলা এবং বুকের মাঝের হাড়ে ব্যথা হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন