চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

আজকের মুদ্রা বিনিময় হার

অনলাইন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ পাড়ি জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (২৫ ফেব্রুয়ারি, ২০২৪) মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।

 

মুদ্রাক্রয় (টাকা)বিক্রয় (টাকা)
ইউএস ডলার১০৯.৫০১১০.০০
পাউন্ড১৩৮.৮৪১৫৫.৭৭
ইউরো১১৮.৪৬১৩২.৯৪
জাপানি ইয়েন০.৭৩০.৮০
অস্ট্রেলিয়ান ডলার৭১.৮৫৭৩.১৬
হংকং ডলার১৪.০০১৪.০৬
সিঙ্গাপুর ডলার৮১.৫১৮৮.৬৯
কানাডিয়ান ডলার৮১.০৮৮১.৪৪
ইন্ডিয়ান রুপি১.২৯১.৩৩
সৌদি রিয়েল২৯.১৫২৯.৩৩
মালয়েশিয়ান রিঙ্গিত২২.৮৮২৩.০৪
সূত্র: এনসিসি ব্যাংক

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট