চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

নীতি সুদহার অপরিবর্তিত, নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫০ পূর্বাহ্ণ

নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের জানুয়ারি-জুন পর্যন্ত মুদ্রানীতিতে রেপো হার ১০ শতাংশই বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক।

 

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯.৮%। আগের মুদ্রানীতিতেও লক্ষ্যমাত্রা একই ছিল। আর সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭.৫০%, যা আগের মুদ্রানীতিতে ছিল ১৪.২% শতাংশ। গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়ের জন্য আগাম মুদ্রানীতি ঘোষণা করেন।

 

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৭-৮% নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৭.৫%। গত ডিসেম্বরে যা হয়েছে ১৮.১০%। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন মুদ্রানীতি কার্যকর করা গেলে মূল্যস্ফীতি ৭% থেকে ৮%-এর মধ্যে আটকে রাখা যাবে। আগের মুদ্রানীতিতেও মূল্যস্ফীতির ৬.৫%-এর মধ্যে রাখার লক্ষ্য ধরা হয়েছিল, যদিও বাস্তবে তা হয়েছে ১০%-এর কাছাকাছি।

 

এর আগে, গত ২২ অক্টোবর দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতি সুদহার (ব্যাংক রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০%-এ উন্নীত করেছিল বাংলাদেশ ব্যাংক। গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯% থেকে বাড়িয়ে ৯.৫% করা হয়, গত ২৫ আগস্ট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯% করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে এটি ৯.৫% করা হয়। ২০২২ সালের মে মাস নীতি সুদহার ছিল ৫%। সে সময় থেকে এখন পর্যন্ত মোট ১০ বার বাড়ানো হয়েছে নীতি সুদহার।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট