সংসদ সদস্যদের (এমপি) পুরোপুরি শুল্ক মুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের বাজেটে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এবং আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।
বর্তমানে জাতীয় সংসদের সদস্যরা সম্পূর্ণ শুল্ককর ছাড়াই গাড়ি আমদানি করতে পারেন এবং গত ৩৬ বছর ধরে তারা এই সুবিধা পেয়ে আসছেন।
প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সব স্তরে শুল্ক-কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য সংসদ সদস্যদের গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে।
এই লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে এ সংক্রান্ত বিধান The Members of Parliament (Remuneration & Allowances) Order, 1973 তে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
পূর্বকোণ/পিআর