চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০৩ অপরাহ্ণ

সরবরাহ বাড়ায় নগরীতে দাম কমেছে শীতকালীন সবজির। গেলো এক সপ্তাহের ব্যবধানে নগরীতে ৫-১০ টাকা কমেছে নানান সবজির দাম।

 

গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, চকবাজার, বহদ্দারহাট, আতুরার ডিপো, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে শীতকালীন সবজির দাম কমার এই চিত্র। এদিন নগরীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি টমেটো ৪০ থেকে ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা, শসা ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ পাতা ১৫ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, ধনেপাতা ৩০ থেকে ৩৫ টাকা ও লাউ ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা কম। তবে অপরিবর্তিত আছে শিম, শিমের বিচি ও আলুর দাম। এদিন নগরীর বিভিন্ন বাজারে শিম ৫০ টাকা, শিমের বিচি ২০০ থেকে ২২০ টাকা এবং আলু ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে, কেজিপ্রতি ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বৃহস্পতিবার নগরীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজি ১৭০ থেকে ১৮০ টাকা দরে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ১৮০ থেকে ১৯০ টাকা দরে। তবে অপরির্তিত আছে দেশি ও সোনালি মুরগির দাম। দেশি মুরগি কেজি ৫৫০ টাকা এবং সোনালি মুরগি কেজি ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে।

 

গত এক সপ্তাহে অধিকাংশ মাছের দাম অপরিবর্তিত থাকলেও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে রুই মাছের দাম। বৃহস্পতিবার নগরীতে তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, চাপিলা ১৫০ টাকা, পোয়া মাছ ২৪০ টাকা, চইক্ষা ১৬০ টাকা, স্যামন বা তাইল্লা ৬৫০ টাকা, ব্রিগেড ১৮০ টাকা, রুই ২৬০ থেকে ৩৯০ টাকা এবং রুপচাঁদা ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে অপরিবর্তিত আছে মাংসের দাম। এদিন নগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস ধরনভেদে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি এবং ছাগলের মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট