চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে ভারত!

অনলাইন ডেস্ক

২ জানুয়ারি, ২০২৪ | ৭:২৯ অপরাহ্ণ

ভারতের বাজারে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা করছে দেশটির কেন্দ্রীয় সরকার।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

 

এতে বলা হয়, ভারতের মূল উৎপাদনকেন্দ্রগুলোতে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। এতে সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তা করছে। তবে সরকারের আগের নির্দেশনা অনুযায়ী পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

 

মূলত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে ভারতের বাজারে দাম কমতে শুরু করে। গত কয়েক দিনে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমে কুইন্টালপ্রতি ১ হাজার ৫০০ রুপিতে নেমে আসে, যা একসময় ১ হাজার ৮৭০ রুপিতে উঠেছিল।

 

নিষেধাজ্ঞার পর মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৬০ শতাংশ কমেছিল। মূলত নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসায় দাম এভাবে কমছে। এখন প্রতিদিন ১৫ হাজার কুইন্টাল খরিফ পেঁয়াজ বাজারে আসছে।

 

এর আগে গত ৭ ডিসেম্বর অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এই নির্দেশনা ৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর পরেই বাংলাদেশের বাজারে বাড়তে বাড়তে প্রতি কেজি ২৫০ টাকার ওপরে উঠে যায় পেঁয়াজের দাম।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট