চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট ০.৭৫ শতাংশ বাড়ালো বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৩ | ৮:৩১ অপরাহ্ণ

অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পলিসি রেট ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

 

আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামীকাল থেকে নতুন পলিসি রেট বা পুনঃক্রয় চুক্তি (রেপো) হার প্রযোজ্য হবে।

 

এর আগে, চলতি বছরের জুনে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ৫০ শতাংশ করেছিল।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট