চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

২১ দিনে প্রবাসী আয় সাড়ে ১৫ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ

চলতি জুলাই মাসের ২১ দিনে প্রবাসী আয় এসেছে ১৪২ কোটি ৬৩ লাখ ১০ হাজার হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রবিবার (২৩ জলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

মাসের শুরুতে প্রবাসী আয়ের একটি ইতিবাচক ধারা সূচনা করেছিল। তৃতীয় সপ্তাহে এসে থেমে গেছে। চলতি জুলাই মাসের ২১ দিনে প্রতিদিন এসেছে ৬ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৫২৩ মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আবার সদ্য বিদায়ী মাস জুনে প্রতিদিন এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ৩৩৩ মার্কিন ডলার।

 

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২১ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৯ কোটি ৮০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একই সময়ে রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

 

পূর্বকোণ/পিআর /পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট