চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শাহ্জালাল ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা

২৭ এপ্রিল, ২০১৯ | ২:৫৫ পূর্বাহ্ণ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হয়েছে। সভায় ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস লভ্যাংশ) লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। অর্থাৎ ঘোষিত রেকর্ড ডেট পর্য্যন্ত কোন বিনিয়োগকারীর বিও একাউন্টে ১০০টি শেয়ার থাকলে তার সঙ্গে ১০টি শেয়ার যোগ হবে।বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুমোদনের পর এই লভ্যাংশ যোগ হবে। সভায় রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৩০ মে এজিএম অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। বুধবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভায় সভাপতিত্ব করেন। ভাইস-চেয়ারম্যান গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, খোরশেদ আলম খান, মশিউর রহমান চমক সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট