চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

এ সপ্তাহে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে দেখা মিলবে শনির
ফাইল ছবি

এ সপ্তাহে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে দেখা মিলবে শনির

আন্তর্জাতিক ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০২ অপরাহ্ণ

এ সপ্তাহের শেষ দিকে পূর্ব দিগন্তে পূর্ণচাঁদ উঠবে, যেখানে চাঁদকে খুব বড় ও উজ্জ্বল দেখাবে। সঠিক জায়গায় থাকলে ‘ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ দেখারও সযোগ মিলবে, যেখানে চাঁদ রক্তিম বা লালচে রং ধারণ করে। সেই সন্ধ্যার আকাশে চাঁদ ও শনি গ্রহকেও খুব কাছাকাছি দেখা যাবে, যেন এরা একসঙ্গেই রওনা হয়েছে কোথাও।

 

চাঁদের বড় ও উজ্জ্বল রূপকে ‘কর্ন মুন’ বলা হয়, যেটি এ বছরের ৭ সেপ্টেম্বর সূর্যাস্তের ঠিক পরেই রাতের আকাশে দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

 

পূর্ণচাঁদ বা পূর্ণিমা অসাধারণ এক দৃশ্য। কয়েকশ বছর আগে যখন বিদ্যুতের আলো ছিল না তখন পূর্ণিমা ছিল আকাশের সবচেয়ে চমৎকার দৃশ্য, যা রাতের বেলায় আশপাশকে আলোয় ভরিয়ে দিত। ওই সময় সন্ধ্যার আকাশের মূল আকর্ষণ ছিল পূর্ণিমা, যা বছরে অন্তত একবার আকাশকে আলোকিত করে রাখত।-বিডিনিউজ।

 

কর্ন মুন কী? : মাসে একবার পূর্ণিমা দেখা যাওয়ার কারণে ইতিহাসে প্রতিটি পূর্ণিমাকে সেই মাসের গুরুত্বপূর্ণ ঘটনা বা প্রকৃতির বড় পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হত বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিটি পূর্ণিমাকে এক বা একাধিক বিশেষ নামে ডাকা হয়েছে। সেপ্টেম্বর মাসের পূর্ণিমাকে বলা হয় ‘কর্ন মুন’। কারণ এই সময়ে পুরানো দিনে উত্তর আমেরিকায় ভুট্টা বা অন্যান্য ফসল কাটা হত। এ মাসের চাঁদটি সেই ফসল কাটার সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট