চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঘর থেকে মাংসের গন্ধ দূর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

মাংস কাটাকুটির পর ভাগ বাটোয়ারা করে ঠিকঠাক সংরক্ষণ শেষ হওয়ার পর দেখা যায় ঘরে রয়ে গেছে মাংসের গন্ধ। সব কিছু পরিষ্কার করার পরও এক ঘরনের বোটকা গন্ধ বয়ে বেড়াচ্ছে বাতাসে। ঠিক মতো পরিষ্কার না করলে এই গন্ধ কয়েকদিন পর্যন্ত বিড়ম্বনার কারণ হয়ে থেকে যেতে পারে ঘরে। জেনে নিন করণীয়।

 

১. পানির সঙ্গে খানিকটা ভিনেগার মিশিয়ে মেঝে মুছে নিন। গন্ধ চলে যাবে।

২. ঘরের দরজা-জানালা খুলে ফ্যান ছেড়ে দিন। কিছুক্ষণ পর সুগন্ধি এয়ার ফ্রেশনার ব্যবহার করুন।

৩. পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘর মুছলেও গন্ধ দূর হবে।

৪. ব্যবহৃত টি ব্যাগে পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল দিন কয়েক ফোঁটা। এবার টি ব্যাগটি ঝুলিয়ে দিন ঘরে। এটি চমৎকার এয়ার ফ্রেশনারের কাজ করবে।

৫. সসপ্যানে পানি নিয়ে কয়েকটা লবঙ্গ ফুটিয়ে নিন। এরপর অল্প আঁচে ঘণ্টাখানেক লেবু ও কমলার খোসা পানিতে ফুটিয়ে নিতে হবে। এগুলোর মিশ্রণে হালকা একটি সুগন্ধি তৈরি হবে, যা ঘরে থাকবে দীর্ঘক্ষণ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট