ভারতবর্ষের সিনেমাজগতে নায়িকাদের বিয়ে হলেই যেন জাত চলে যায়। এমন অনেক নায়িকাই রয়েছেন। আবেগে পড়ে প্রেম করেছেন, সেই প্রেমের পর বিয়ে। ক্যারিয়ারের মধ্যগগনে থেকেই তারপর হারিয়ে গেছেন নায়িকা।
কিন্তু ব্যতিক্রমও আছেন। বলিউডে কাজল, মাধুরী কিংবা বাংলাদেশে শাবানা, মৌসুমীরা বিয়ের পরও ছিলেন সেরা নায়িকা, জনপ্রিয়তারও শীর্ষে। মাতৃত্বের স্বাধ গ্রহণ করেও তারা নায়িকা হিসেবে পর্দা কাঁপিয়েছেন। আজকাল বলিউড নয়, খোদ বাংলাদেশেই অনেক নায়িকা বা অভিনেত্রী রয়েছেন যারা সন্তানের মা হয়েও নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছেন। চেষ্টা করে যাচ্ছেন নিজেদের নামটি বাঁচিয়ে রাখতে। শুরুটা করা যেতে পারে পূর্ণিমাকে দিয়ে। সিনেমা করেন না। নাটকেও কাজ করেননি গেল দুই বছর। কিছু অনুষ্ঠানে দেখা মিলে তার উপস্থাপিকা হিসেবে। তবে এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনো যে কোনো নায়িকার জন্য ঈর্ষনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই সেটা অনুমান করা যায়। অভিনেত্রী শাবনূরকে নিয়েও আগ্রহের কমতি নেই দর্শকের। বাজে অসুখের প্রভাবে মুটিয়ে গেলেও শাবনূর একদিন সিনেমায় ফিরবেন সেই অপেক্ষায় বুক বেঁধে আছেন এদেশের অনেক দর্শক। শাবনূরও এক পুত্রের জননী।
নব্বই দশকের নায়িকাদের আলোচনা শেষ হওয়ার পর চোখ রাখা যায় অপু বিশ্বাসের দিকে। দর্শকপ্রিয় আর কেই বা ছিলেন এই এক দশকে! গত বছর অপুও নাম লেখালেন মায়ের খাতায়। দেশজুড়ে সেলিব্রেটি বনে যাওয়া শিশুপুত্র আব্রাম খান জয়কে নিয়েই এখন অপুর পৃথিবী।