চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

নজরুলসংগীতে বাপ্পা

১২ মে, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

রবীন্দ্রসংগীত নিয়ে বেশ কিছু কাজ করেছেন বাপ্পা মজুমদার। করেছেন পূর্ণাঙ্গ অ্যালবামও। পেয়েছেন প্রচুর প্রশংসা। তবে নজরুল নিয়ে সে অর্থে কোনও কাজ করা হয়নি তার। জানালেন, সাহস করে এবার সেই কাজটি করছেন তিনি। অ্যালবাম নয়, একটি গান দিয়ে শুরুটা করছেন। তার ইচ্ছে, আসছে ২৪ মে নজরুল জন্মবার্ষিকীতে গানটি উপহার দেবেন শ্রোতাদের। বাপ্পা বললেন, ‘নজরুল-রবীন্দ্রসংগীত তো ছোটবেলা থেকে জীবনেরই অংশ হয়ে আছে। নিয়মিত গাইছিও। কিন্তু নজরুলের গান রেকর্ড করা হয়নি কখনও। সাহস হয়নি। এবার সাহস সঞ্চয় করে একটা কাজ করছি। দেখা যাক কেমন হয়।’
গানের শিরোনামটি এখনই প্রকাশ করতে চাইছেন না সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদার ও সংগীতশিল্পী ইলা মজুমদার দম্পতির এই যোগ্য উত্তরসূরি। বলছেন, ‘আগে তো শেষ করি।’ গানটির নতুন সংগীতায়োজনও করছেন বাপ্পা নিজেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট