মারা গেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। রাত ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ কাশি শুরু হয়। এক পর্যায়ে কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়েন সানী। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে রাখা হয়। চার ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।
শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে দেখা যায় তাকে। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে- ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
পূর্বকোণ/ইব