চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে জেমসসহ ৭ ব্যান্ড নিয়ে হবে বছরের প্রথম কনসার্ট

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫ | ১:১৩ অপরাহ্ণ

শীত মানে কনসার্টের ভরা মৌসুম। এবার চট্টগ্রাম হয়ে উঠবে বছরের প্রথম উন্মুক্ত কনসার্টের কেন্দ্রবিন্দু। ২০২৫ সালের প্রথম বড় কনসার্টে গাইবেন দেশের খ্যাতনামা ব্যান্ড শিল্পীরা, আর সবার মাঝখানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস।

 

কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে, যা চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী আয়োজন। কনসার্টে জেমস ছাড়াও গান শোনাবে শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কনসার্টের তত্ত্বাবধানে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জমজমাট কনসার্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে তারা। চলতি সপ্তাহে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। শিগগির প্রাইমওয়েভ কমিউনিকেশনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে টিকিটের দাম ও প্রাপ্তির স্থান।

 

ব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি এনে দিতে নাগরিকদের জন্য ২০২৩ সাল থেকে চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘ফুলের মতন আপনি ফোটাও গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী এই আয়োজন। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন।

 

আরও ছিল মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, চলচ্চিত্র প্রদর্শনী, ভায়োলিন শো, পুতুলনাচ ইত্যাদি। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট