চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে মঞ্চস্থ হলো মারমা লোকনাট্য ‘মাচয়ইং’

বান্দরবান প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২৪ | ২:১৭ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি হলো জ্যাত্। এর মাধ‍্যমে মারমাদের আদি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। এই লোকনাট্যে রয়েছে তৎকালীন রাজা রানির পোশাক, ছুরি, তলোয়ার, হাতিসহ প্রেম কাহিনীর নানান গল্প। বিভিন্ন উৎসব পার্বণে ঐতিহ্যবাহী এই লোকনাট্য তুলে ধরা হতো। কালের বিবর্তন, সংরক্ষণ আর চর্চার অভাবে এখন অনেকটাই হারিয়ে যেতে বলছে মারমা সম্প্রদায়ের এই জ্যাত্।

 

পুরনো সেই ঐতিহ্য রক্ষা ও মানুষের মাঝে সংস্কৃতি চর্চা ফিরিয়ে আনতে বান্দরবানে শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হলো ঐতিহ্যবাহী এই জ্যাত্। জেলা শহরের কাছে থোয়াইগ্য পাড়ায় শনিবার (২৮ ডিসেম্বর) রাতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ‘মাচয়ইং’ নামের এই জ্যাত্ লোকনাট্যে নাচে গানে সুর তাল লয়ে তুলে ধরা হয় মারমাদের আদি ঐতিহ্য।

 

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাট্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস এম শামীম আখতার, পরিচালক ফয়েজ জহির, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাচিং মারমা, পাড়া প্রধান অংছাহ্লা মারমা প্রমুখ।

 

বিভিন্ন দূর-দূরান্ত এলাকার পাহাড়ি সম্প্রদায়ের লোকজন এই উৎসব দেখতে সেখানে ভিড় জমায়। রাতব্যাপী চলে এই উৎসব নাট্য।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট