চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

আজ ঢাকা মাতাবেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৪ | ২:৫২ অপরাহ্ণ

‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্টে গাইবেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে হবে এ কনসার্ট। কনসার্টে গাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।

 

কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই আসর। সেখানে সকল শিল্পীর মধ্যমণি হবেন পাকিস্তানের আতিফ আসলাম। তবে শুধু আতিফ আসলামেই চমক থাকছে না, কনসার্টটির মাধ্যমে আর্মি স্টেডিয়াম মাতাবেন আতিফের সহশিল্পীসহ বাংলাদেশের বেশকিছু নামজাদা গায়ক।

 

আয়োজকসূত্র জানিয়েছে, ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এই কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে- ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা।

 

শুক্রবার রাত ৮টায় মঞ্চে ওঠার কথা রয়েছে আতিফের। বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হয়েছে দুপুর ১টায়। দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তবে শুধু আতিফ আসলামই নয়, পাকিস্তানের আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা।

 

সবশেষ গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একইমঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট