চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

৬ মে, ২০১৯ | ১১:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

এসএসসিতে পূজা জিপিএ ৪.৩৩, দীঘি ৩.৬১

এ বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শোবিজ অঙ্গনের পরিচিত দুই মুখ জনপ্রিয় অভিনেত্রী দীঘি জিপিএ ৩.৬১ ও পোড়ামন-২ খ্যাত চিত্রনায়িকা পূজা চেরী ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এদেরমধ্যে দিঘী বিজ্ঞান বিভাগ ও পূজা চেরী বাণিজ্য বিভাগ থেকে অংশ গ্রহণ করেন।

দুজনই ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে রাজধানীর একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন পূজা চেরী। আর অভিনেত্রী দীঘি অংশ নিয়েছিলেন রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে।

শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন।

অন্যদিকে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে অভিনয় করে রূপালি পর্দা অভিষেক হয় চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘির। তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত অভিনেত্রী দোয়েল। প্রথম ছবিতে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন দীঘি। এর আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন এ অভিনেত্রী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট