চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টে’র নৃত্য

বিজ্ঞপ্তি

১২ মার্চ, ২০২৪ | ১:৪৬ অপরাহ্ণ

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশন করেন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

বাংলাদেশের অন্যতম ওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’ চট্টগ্রাম-এর জ্যেষ্ঠ নৃত্যশিল্পী, ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রামের পরিচালক প্রমা অবন্তী’র নৃত্য অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে।

নৃত্য পরিবেশনে ছিলেন- ময়ূখ সরকার, দিয়া দাশ গুপ্তা, অর্জিতা সেন চৌধুরী, ঈষিকা দাশ ও প্রমা অবন্তী। এছাড়াও আইজিসিসি’র শিক্ষার্থীরাও নানা সাংস্কৃতিক পরিবেশনা নিবেদন করেন।

অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন ড. কুন্তল বড়ুয়া স্যার, সার্বিক তত্বাবধানে শুভাশিস দাশ গুপ্ত। ধারাভাষ্যে অভ্র বড়ুয়া ও শব্দ প্রক্ষেপনে ছিলেন সুমেধ বড়ুয়া।

উল্লেখ্য ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রটি ২০১০ সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন্স (IGCC) এর তৎকালীন সভাপতি ড. করণ সিং উদ্বোধন করেছিলেন। কেন্দ্রটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক উন্নীত করার জন্য নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা, যোগ প্রশিক্ষণ ক্লাস, হিন্দি শিক্ষা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের আয়োজন করে আসছে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট