ভেঙে গেছে অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সংসার। সোমবার রাজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন অভিনেত্রী।
বুধবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় দু’জনের বিচ্ছেদের খবর। তবে এই দুঃসময়ে অনেকেই নানা পরামর্শ দিচ্ছেন পরীমনিকে। রাজ-পরীমনির বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খানও।
এক সময়ে সিনেমায় পরীমনির নায়ক ছিলেন জায়েদ। সেই নায়িকার ব্যক্তিগত জীবনে এখন ঝড় বয়ে যাচ্ছে। পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নিয়ে জায়েদ বলেন, আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়।
পরীমনি একের পর পোস্ট দিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। এ বিষয়ে পরীমনিকে পরামর্শ দিয়ে জায়েদ বলেন, শিল্পীদের মানুষ এখন আর আগের মতো সম্মান করে না।
এর কারণ হচ্ছে- ব্যক্তিগত বিষয় সামনে চলে আসছে। আমার পরামর্শ থাকবে- সিনেমার বাইরে ব্যক্তিগত বিষয়গুলো নিজেরাই সমাধান করা উচিত। এগুলো পাবলিকটি এলে পুরো শিল্পীদের ওপর প্রভাব পড়ে।
জায়েদ খান আরও বলেন, রাজ-পরীমনির বিচ্ছেদ ঘটেছে, এটি তাদের ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ডিভোর্সটা বিয়েরই একটি অংশ। এটি নিয়ে আমার কথা বলা ঠিক হবে না।
পূর্বকোণ/এএইচ