৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ
ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও পেজে বেশ কয়েকজন ক্রমাগত বাজে মন্তব্য ও নানা ধরনের মিথ্যা কথা ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। এ কারণে প্রচ- বিব্রত ও বিরক্ত ‘দেবী’খ্যাত এই তারকা। তাছাড়া ফারিয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বার ফেসবুকে ছড়িয়েছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার মেহেদী হাসান ফরহাদ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফারিয়া। জিডির নম্বর ১৮৮। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিডির পর এবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে বুধবার শবনম ফারিয়া বলেন, ‘রিয়্যালিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম পর্যায়ের বাছাই পর্বের পাঁচজন বিচারকের একজন ছিলাম আমি। প্রতিযোগিতাটির কিছু দৃশ্য নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কথা বলছেন। প্রতিযোগীদের সঙ্গে বিচারকদের খারাপ ব্যবহারের কথাও বলা হচ্ছে।’ ‘মূলত সবকিছুই ছিল শোয়ের অংশ। ‘মাসুদ রানা’ খুব কঠিন একটি চরিত্র, যার জন্য অভিনেতাদের প্রচ- মানসিক শক্তি প্রয়োজন।’
The Post Viewed By: 346 People