সংগীতশিল্পী সমরজিৎ রায়। বাংলাদেশের এই প্রজন্মের গুণী জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। সম্প্রতি ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, কলকাতায় সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি। এই পর্যন্ত তার কণ্ঠে ১২৫টির মতো মৌলিক গান প্রকাশিত হয়েছে। যার বেশির ভাগই শ্রোতপ্রিয়তা পেয়েছে।
সেই ধারাবাহিকতায় আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ। গানটির শিরোনাম ‘এ শহর’।
‘এ শহর যেন ছুঁয়ে আছে তোমায়, এ শহর আজো গোপনে কাঁদায়’ এমন অসাধারণ কথার গানটি আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হবে সমরজিতের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
বিনোদ রায়ের স্টুডিওতে কণ্ঠ ধারণকৃত গানটি লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। গানটির দৃশ্য ধারণে ছিলেন শামীম হোসেন। ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।
গানটি প্রসঙ্গে সমরজিৎ বলেন, শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর গানগুলোই সাধারণত শ্রোতারা আমার কণ্ঠে বেশি পছন্দ করেন। তবে এটি একটু ভিন্ন ধারার মেলোডিয়াস গান যা শ্রোতাদের কানে আরাম এবং মনে ভীষণ আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস। হঠাৎ করেই খুঁজে পাওয়া সঞ্জয় রায়ের মতো এমন একজন গুণী গীতিকারের অসাধারণ লেখনির গানটি শুনে অনেকেই হয়তো নিজের অজান্তেই তাদের হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি রোমন্থন করবেন।
পূর্বকোণ/এসি