চট্টগ্রাম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৬ দিন পর হাসপাতাল ছেড়েছেন আফজাল হোসেন

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৫৬ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন রোববার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। কয়েক দিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো আছে তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আফজাল হোসেনকে। চিকিৎসকরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। পরে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই অভিনেতা।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট