চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

গুরুতর অসুস্থ অভিনেতা আফজাল হোসেন, সিসিইউতে ভর্তি

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

হার্ট অ্যাটাক করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিহাব শাহীন বলেন, আফজাল হোসেন গতকাল রাতে হার্ট অ্যাটাক করেছেন। এর পর তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু গতকাল আফজাল ভাই কল করে বললেন- তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।

জানা গেছে, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট