চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চোখে অস্ত্রোপচারের পর কেমন আছেন ফারিয়া

বিনোদন ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩ | ১:৫৩ অপরাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া চোখের অস্ত্রোপচার করালেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বা চোখে অস্ত্রোপচার করা হয় বলে জানান অভিনেত্রী মা ফেরদৌসী বেগম।

অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন অভিনেত্রী জানিয়ে তার মা বলেন, বেশ কিছুদিন ধরেই ফারিয়ার বা চোখে সমস্যা হচ্ছিল। সন্ধ্যার পরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।

তিনি আরও বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’

চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন ফারিয়া।

এছাড়া গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেন ফারিয়া। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন