চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নোবেলের ‘প্রতারণা’ মামলায় তদন্ত প্রতিবেদন পেছাল

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৩ | ১:৫২ অপরাহ্ণ

এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়েও অনুষ্ঠানে গান গাইতে অনুষ্ঠানে না যাওয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

 

রবিবার (৯ জুলাই) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও গোয়েন্দা পুলিশ তা দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ২৮ অগাস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দেন।

 

শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে গত ২০ মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। সেই মামলায় পরদিন ভোরে নোবেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ২২ মে তাকে জামিন দেন বিচারক।

 

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করেছিল আয়োজকরা। নোবেলকে কয়েক দফায় ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়াও হয়েছিল। কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি, যে কারণে অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট