চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঈদের ২য় দিন মাছরাঙায় অন্যরকম ভালোবাসার টেলিফিল্ম ‘ঘুমন্ত পাখি’

বিনোদন ডেস্ক

১৯ জুন, ২০২৩ | ১:৪৬ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আযহার ২য় দিনে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে অন্যরকম ভালোবাসার টেলিফিল্ম ‘ঘুমন্ত পাখি’। সাদিয়া আয়মান ও আব্দুন নূর সজল অভিনীত সীমান্ত সজলের পরিচালনায় টেলিফিল্মটি রচনা ও চিত্রনাট্য করেছেন সুমনা ইসলাম।

টেলিফিল্মটি নির্মাণে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন আলভী রায়হান সীমান্ত, প্রধান সহকারী পরিচালক ছিলেন রাজীব রাহুল, সিনেমাটোগ্রাফার ছিলেন সানি খান, লাইটগ্রাফার রাকিব সারোয়ার, আবহসঙ্গীতে ছিলেন শাহরিয়ার রাফাত, এডিট ও কালারগ্রেডিং হাবিবুর রহমান হাবিব এবং  পাবলিসিটি ডিজাইন করেন মাসুম বিল্লাহ।

পরিচালক সীমান্ত সজল বলেন, আমাদের চারপাশে চেনা হাজারো মানুষের ঘুমিয়ে পড়া, ঝিমিয়ে পড়া, আধমরাদের মনে ভালোবাসা জাগিয়ে তুলতে আসছে মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে টেলিফিল্ম “ঘুমন্ত পাখি”। অনেকদিন পরে আবার পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে উপভোগ করার মতো টেলিফিল্মটি। আশা করছি দর্শকের প্রংশসা কুড়াবে ঘুমন্ত পাখি।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন