চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিম

বিনোদন ডেস্ক

৬ জুন, ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। কলকাতায় সদ্য অনুষ্ঠিত হওয়া ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ডে ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা বাংলাদেশি অভিনেত্রীর সম্মাননা পেলেন তিনি।

অভিনেত্রী নিজেই বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন।

মিম লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায় ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের জন্য আমি ২০তম টেলিসিনে অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত হয়েছি (সেরা অভিনেত্রী বাংলাদেশ)।’

কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমার সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’

মিম ছাড়াও বাংলাদেশ থেকে আরও পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী, বাপ্পা মজুমদার। সেখানে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট